আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৮৬
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৮৬. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। একদা নবী (সা) তাঁর সাহাবীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি তাদের বললেনঃ তোমরা কি জান তোমাদের সম্পর্কে তোমাদের রব কি বলেন? তারা বললেনঃ আল্লাহ এবং তাঁর রাসূল সর্বাধিক জ্ঞাত, একথা তারা তিনবার বললেন। তিনি বললেনঃ তিনি। বলেছেন: আমার মর্যাদা ও মাহাত্ম্যের কসম, যে কেউ সময়মত সালাত আদায় করবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যে ব্যক্তি অসময়ে সালাত আদায় করবে, আমি ইচ্ছা করলে তার উপর রহমত বর্ষণ করব, নতুবা আমি ইচ্ছা করলে তাকে শান্তি দেব।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে ইনশা আল্লাহ হাসান সনদে বর্ণিত আছে।)
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
586 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر على أَصْحَابه يَوْمًا فَقَالَ لَهُم هَل تَدْرُونَ مَا يَقُول ربكُم تبَارك وَتَعَالَى قَالُوا الله وَرَسُوله أعلم قَالَهَا ثَلَاثًا قَالَ وَعِزَّتِي وَجَلَالِي لَا يُصليهَا أحد لوَقْتهَا إِلَّا أدخلته الْجنَّة وَمن صلاهَا بِغَيْر وَقتهَا إِن شِئْت رَحمته وَإِن شِئْت عَذبته
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৮৬ | মুসলিম বাংলা