আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৮৫
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৮৫. হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের চারজন মুক্তদাস এবং তিনজন অপরিচিত ব্যক্তি, এই সাতজন আমরা মসজিদে নববীতে পিঠ ঘেঁষে বসা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে এলেন। তিনি বললেন: কিসে তোমাদের এখানে বসিয়েছে? বললাম: আমরা সালাতের অপেক্ষায় বসে আছি। বর্ণনাকারী বলেনঃ তিনি কিছুক্ষণ নীরব রইলেন, এরপর তিনি আমাদের কাছে এসে বললেন: তোমাদের রব কি বলছেন, তা কি তোমরা জান? আমরা বললামঃ না। তিনি বললেনঃ তোমাদের রব বলছেন: যে ব্যক্তি যথাসময়ে সালাত আদায় করবে, তা সংরক্ষণ করবে এবং তা হালকা মনে করে নষ্ট করবে না, তাকে আমি জান্নাতে প্রবেশ করাব। আমার পক্ষ থেকে তার জন্য রয়েছে অঙ্গীকার। পক্ষান্তরে যে ব্যক্তি সময়মত সালাত আদায় করবে না, তা সংরক্ষণ করবে না, বরং তা হালকা মনে করে বিনষ্ট করবে, তার জন্য আমার কোন অঙ্গীকার নেই। আমি ইচ্ছা করলে তাকে শাস্তি দেব, নতুবা তাকে আমি ক্ষমা করব।
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে এবং আহমদ অনুরূপভাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
585 - وَرُوِيَ عَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن سَبْعَة نفر أَرْبَعَة من موالينا وَثَلَاثَة من غربنا مسندي ظُهُورنَا إِلَى مَسْجده فَقَالَ مَا أجلسكم قُلْنَا جلسنا نَنْتَظِر الصَّلَاة قَالَ فأرم قَلِيلا ثمَّ أقبل علينا فَقَالَ هَل تَدْرُونَ مَا يَقُول ربكُم قُلْنَا لَا قَالَ فَإِن ربكُم يَقُول من صلى الصَّلَاة لوَقْتهَا وحافظ عَلَيْهَا وَلم يضيعها اسْتِخْفَافًا بِحَقِّهَا فَلهُ عَليّ عهد أَن أدخلهُ الْجنَّة وَمن لم يصلها لوَقْتهَا وَلم يحافظ عَلَيْهَا وضيعها اسْتِخْفَافًا بِحَقِّهَا فَلَا عهد لَهُ عَليّ إِن شِئْت عَذبته وَإِن شِئْت غفرت لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَأحمد بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৮৫ | মুসলিম বাংলা