আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫২৩
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২৩. আবু উমর শায়বানী থেকে বর্ণিত। তিনি হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-কে জুমু'আর দিন মহিলাদের মসজিদ থেকে বের করে দিতে দেখেছেন এবং তিনি বলেছেন: তোমরা তোমাদের ঘরের উদ্দেশ্যে
বেরিয়ে যাও। কেননা তাই তোমাদের জন্য উত্তম।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন।)
বেরিয়ে যাও। কেননা তাই তোমাদের জন্য উত্তম।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
523 - وَعَن أبي عَمْرو الشَّيْبَانِيّ أَنه رأى عبد الله يخرج النِّسَاء من الْمَسْجِد يَوْم الْجُمُعَة وَيَقُول اخرجن إِلَى بيوتكن خير لَكِن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
বর্ণনাকারী: