আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫২৩
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২৩. আবু উমর শায়বানী থেকে বর্ণিত। তিনি হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-কে জুমু'আর দিন মহিলাদের মসজিদ থেকে বের করে দিতে দেখেছেন এবং তিনি বলেছেন: তোমরা তোমাদের ঘরের উদ্দেশ্যে
বেরিয়ে যাও। কেননা তাই তোমাদের জন্য উত্তম।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
523 - وَعَن أبي عَمْرو الشَّيْبَانِيّ أَنه رأى عبد الله يخرج النِّسَاء من الْمَسْجِد يَوْم الْجُمُعَة وَيَقُول اخرجن إِلَى بيوتكن خير لَكِن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান