আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫১৭
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫১৭. হযরত ইবন উমর (রা) থেকে নবী (সা) বর্ণিত। তিনি বলেন: নারী সমাজ গুপ্ত। কেননা সে যখন তার ঘর থেকে বের হয়, তখন শয়তান তার প্রতি উঁকি মারে। কাজেই নারী সমাজ নিজ ঘরের প্রকাষ্ঠে থাকার চেয়ে (অন্য কোন উপায়) আল্লাহর অধিক নৈকট্য অর্জন করতে পারে না।
(ইমাম তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসখানা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
517 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمَرْأَة عَورَة وَإِنَّهَا إِذا خرجت من بَيتهَا استشرفها الشَّيْطَان وَإِنَّهَا لَا تكون أقرب إِلَى الله مِنْهَا فِي قَعْر بَيتهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান