আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫১৬
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫১৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন। তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে উপস্থিত হতে বাধা দিও না। তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
516 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تمنعوا نساءكم الْمَسَاجِد وبيوتهن خير لَهُنَّ
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد