আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫০২
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০২. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: উদ্দেশ্যহীনভাবে প্রান্তে বিচরণকারী বকরী যেমন নেকড়ে বাঘের শিকারে পরিণত হয়, জামা'আত বিচ্ছিন্ন মানুষের জন্য শয়তানও তদ্রুপ। কাজেই তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বিরত থাক। তোমাদের জন্য অবশ্য করণীয় হচ্ছে সংঘবদ্ধ হয়ে থাকা, সার্বজনীন হয়ে থাকা এবং মসজিদ কেন্দ্রিক হওয়া।
(ইমাম আহমদ হাদীসখানা আলা ইবন যিয়াদ সূত্রে হযরত মু'আয (রা) থেকে বর্ণনা করেন। তবে তিনি (আলা) তাঁর থেকে এ হাদীসখানা শুনেন নি।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
502 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الشَّيْطَان ذِئْب الْإِنْسَان كذئب الْغنم يَأْخُذ الشَّاة القاصية والناحية فإياكم والشعاب وَعَلَيْكُم بِالْجَمَاعَة
والعامة وَالْمَسْجِد
رَوَاهُ أَحْمد من رِوَايَة الْعَلَاء بن زِيَاد عَن معَاذ وَلم يسمع مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান