আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫০১
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০১. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি মসজিদকে ভালবাসে, আল্লাহ তাকে ভালবাসেন।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন লাহীয়া নামে তাঁর বর্ণনায় একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন লাহীয়া নামে তাঁর বর্ণনায় একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
501 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ألف الْمَسْجِد أَلفه الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِيه ابْن لَهِيعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِيه ابْن لَهِيعَة
বর্ণনাকারী: