আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৮২
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮২. হযরত বুরায়দা (র) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে গমনকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও।
(আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয আবদুল আযীম (র) বলেন) হাদীসের সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত। ইমাম ইবন মাজাহ হযরত আনাস (রা) সূত্রে উপরোক্ত শব্দযোগেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয আবদুল আযীম (র) বলেন) হাদীসের সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত। ইমাম ইবন মাজাহ হযরত আনাস (রা) সূত্রে উপরোক্ত শব্দযোগেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
482 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بشر الْمَشَّائِينَ فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَرِجَال إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظ من حَدِيث أنس
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَرِجَال إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظ من حَدِيث أنس
বর্ণনাকারী: