আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৮১
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সকাল ও সন্ধ্যায়
মসজিদে যাতায়াত করা আল্লাহর পথে জিহাদতুল্য।
(হাদীসখানা ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন।)
মসজিদে যাতায়াত করা আল্লাহর পথে জিহাদতুল্য।
(হাদীসখানা ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
481 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الغدو والرواح إِلَى الْمَسْجِد من الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق الْقَاسِم عَن أبي أُمَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق الْقَاسِم عَن أبي أُمَامَة
বর্ণনাকারী: