আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫২
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫২. ইবন সীরীন (র) অথবা অন্য কারো থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ইবন মাসউদ (রা)-এক ব্যক্তিকে মসজিদে হারানো বস্তুর ঘোষণা দিতে শুনে তাকে চুপ করিয়ে দেন এবং ধমক দেন। তিনি বলেন: এরূপ করতে আমাদের নিষেধ করা হয়েছে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে হযরত ইবন সীরীন (রা) হযরত ইবন মাসউদ (রা) থেকে এ বর্ণনাটি শোনেন নি। এ অনুচ্ছেদের পূর্বে হযরত ওয়াসিলা (রা) সূত্রে একটি হাদীস অতিবাহিত হয়েছে। তা হ'ল: তোমরা মসজিদসমূহকে অবোধ শিশু, পাগল ও ব্যবসা-বাণিজ্য থেকে হিফাযত করবে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
452 - وَعَن ابْن سِيرِين رَضِي الله عَنهُ أَو غَيره قَالَ سمع ابْن مَسْعُود رجلا ينشد ضَالَّة فِي الْمَسْجِد فأسكته وانتهره وَقَالَ قد نهينَا عَن هَذَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن سِيرِين لم يسمع من ابْن مَسْعُود وَتقدم حَدِيث وَاثِلَة فِي الْبَاب قبله
جَنبُوا مَسَاجِدكُمْ صِبْيَانكُمْ وَمَجَانِينكُمْ وشراءكم وَبَيْعكُمْ
الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান