আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫০
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫০. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন, তোমাদের কেউ যখন কাউকে মসজিদে বেচাকেনা করতে দেখবে, তখন তাকে বলবে: আল্লাহ তোমার ব্যবসায় লাভবান না করুন। যখন তোমরা তোমাদের কাউকে হারানো বন্ধুর ঘোষণা দিতে দেখবে, তখন তাকে বলে দেবে: আল্লাহ তোমাকে তা ফিরিয়ে না দিন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন, এ হাদীসখানা হাসান-সহীহ। নাসাঈ, ইবন খুযায়মা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুসলিমের শর্তে হাদীসখানা সহীহ। আর ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
450 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا رَأَيْتُمْ من يَبِيع أَو يبْتَاع فِي الْمَسْجِد فَقولُوا لَا أربح الله تجارتك وَإِذا رَأَيْتُمْ من ينشد ضَالَّة فَقولُوا لَا ردهَا الله عَلَيْك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِهِ بالشطر الأول
tahqiqতাহকীক:তাহকীক চলমান