আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৩১
অধ্যায়ঃ নামাজ
মসজিদ পবিত্র রাখা, পবিত্র করা এবং সুগন্ধিময় করার প্রতি অনুপ্রেরণা
৪৩১. হযরত আবু কিরসাফা (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম (সা) কে বলতে শুনেছেন। তিনি বলেছেনঃ তোমরা মসজিদ নির্মাণ করবে এবং তা আবর্জনামুক্ত করবে। এরপর যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেবেন। এক ব্যক্তি বলল: ইয়া রাসূলাল্লাহ। যে মসজিদগুলো রাস্তার পার্শ্বে তৈরি করা হয়, এ কি সেই মসজিদ? তিনি বললেন : হ্যাঁ। আর মসজিদ আবর্জনামুক্ত রাখা হ'ল- জান্নাতের সুনয়না হুরদের জন্য মাহর স্বরূপ।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي تنظيف الْمَسَاجِد وتطهيرها وَمَا جَاءَ فِي تجميرها
431 - وَرُوِيَ عَن أبي قرصافة أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ابْنُوا الْمَسَاجِد وأخرجوا القمامة مِنْهَا فَمن بنى لله مَسْجِدا بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة فَقَالَ رجل يَا رَسُول الله وَهَذِه الْمَسَاجِد الَّتِي تبنى فِي الطَّرِيق قَالَ نعم وَإِخْرَاج القمامة مِنْهَا مُهُور الْحور الْعين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير