আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩১৯
অধ্যায়ঃ পবিত্রতা
স্বেচ্ছায় উযূতে বিসমিল্লাহ বর্জনকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩১৯. ইমাম আবূ বকর ইবন আবি শায়বা (র) বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের জন্য এ কথা নির্ধারণ করে দিয়েছেন যে, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করেনি, তার উযূ হয়নি। কিংবা অনুরূপ বলেছেন।
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من ترك التَّسْمِيَة على الْوضُوء عَامِدًا
319 - قَالَ الإِمَام أَبُو بكر بن أبي شيبَة رَحمَه الله ثَبت لنا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا وضوء لمن لم يسم الله
كَذَا قَالَ
كَذَا قَالَ