আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩১০
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩১০. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: এক রাতে আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার কাছে একজন আগন্তুক এলেন। তিনি বললেনঃ ওহে মুহাম্মদ। মহান আল্লাহর দরবারে কি নিয়ে কথাবার্তা চলছে আপনি কি তা জানেন? আমি বললাম: হ্যাঁ, পাপরাশি ক্ষমা করা ও মর্যাদা সমুন্নত করা, জামাআতের জন্য অধিক পদচারণা, প্রচণ্ড শীতের মধ্যে পূর্ণরূপে উযূ করা ও এক সালাত আদায়ের পর অন্য সালাতের প্রতীক্ষার বিষয়ে। যে ব্যক্তি উপরোক্ত বিষয়াবলী সংরক্ষণ করবে, সে সুখ-স্বচ্ছন্দে বাস করবে, সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হবে যেন তার মাতা অদ্য তাকে প্রসব করেছে।
(ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন, 'সালাতের জামাআত' শীর্ষক অধ্যায়ে এই বিষয়ে পূর্ণ হাদীস আসবে ইনশা আল্লাহ। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
310 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي اللَّيْلَة آتٍ من رَبِّي قَالَ يَا مُحَمَّد أَتَدْرِي فيمَ يخْتَصم الْمَلأ الْأَعْلَى قلت نعم فِي الْكَفَّارَات والدرجات وَنقل الْأَقْدَام للجماعات وإسباغ الْوضُوء فِي السبرات وانتظار الصَّلَاة بعد الصَّلَاة وَمن حَافظ عَلَيْهِنَّ عَاشَ بِخَير وَمَات بِخَير وَكَانَ من ذنُوبه كَيَوْم وَلدته أمه
رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى فِي صَلَاة الْجَمَاعَة وَقَالَ حَدِيث حسن