আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩০৯
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০৯. হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি প্রচণ্ড শীতের মধ্যে পরিপূর্ণভাবে উযূ করবে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
309 - وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَسْبغ الْوضُوء فِي الْبرد الشَّديد كَانَ لَهُ من الْأجر كفلان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান