আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩০৭
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০৭. হযরত আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে উযূ করা, জামাআতে সালাত আদায়ের জন্য মসজিদের দিকে পা বাড়ান এবং সালাতের পর অন্য সালাতের প্রতীক্ষায় থাকার কারণে গুনাহসমূহ ধুয়ে মুছে যায়।
(আবূ ইয়ালা ও বাযযার সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং বলেন: মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
307 - وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إسباغ الْوضُوء فِي المكاره وإعمال الْأَقْدَام إِلَى الْمَسَاجِد وانتظار الصَّلَاة بعد الصَّلَاة يغسل الْخَطَايَا غسلا
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান