আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩০৬
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০৬. হযরত উকবা ইবন আমির (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন মুসলিম ব্যক্তি উযু করল এবং পূর্ণভাবে উযূ করল, এরপর সালাতে দাঁড়াল এবং সালাতে যা পাঠ করল তা পুরোপুরি বুঝেই পাঠ করল, তাকে যেন তার মা আজ প্রসব করল। হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও হাকিম নিজ শব্দে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
306 - وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يتَوَضَّأ فيسبغ الْوضُوء ثمَّ يقوم فِي صلَاته فَيعلم مَا يَقُول إِلَّا انْفَتَلَ وَهُوَ كَيَوْم وَلدته أمه
الحَدِيث
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
الحَدِيث
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
বর্ণনাকারী: