আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৮৯
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৮৯. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: কিয়ামতের দিন আমিই হব প্রথম ব্যক্তি, যাকে সিজদার অনুমতি দেয়া হবে এবং আমিই হব প্রথম ব্যক্তি, যে সিজদা হতে মাথা উত্তোলন করবে। এরপর উম্মত দেখে চিনে নিব। তারা থাকবে আমার পিছনে। অনুরূপ সামনে তাকিয়ে দেখব এবং আমার ডানে এবং অনুরূপ বামে। এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ্। নূহ (আ) থেকে আপনি পর্যন্ত এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? তিনি বললেন: তারা উযুর কারণে ধবধবে সাদা কপাল ও ধবধবে সাদা হাতবিশিষ্ট হবে, অন্য কেউ এরূপ হবে না। আমি তাদের এভাবেও চিনে নেব যে, তারা তাদের আমলনামা ডান হাতে পাবে এবং আমি তাদের আরও এভাবে চিনব যে, তাদের (নাবালেগ) সন্তান তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবে।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদে ইব্‌ন লাহীয়া রয়েছেন। তিনি হাদীস বর্ণনার ক্ষেত্রে হাসানরূপে মুতাবাআত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
289 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنا أول من يُؤذن لَهُ بِالسُّجُود يَوْم الْقِيَامَة وَأَنا أول من يرفع رَأسه فَأنْظر بَين يَدي فأعرف أمتِي من بَين الْأُمَم وَمن خَلْفي مثل ذَلِك وَعَن يَمِيني مثل ذَلِك وَعَن شمَالي مثل ذَلِك
فَقَالَ رجل كَيفَ تعرف أمتك يَا رَسُول الله من بَين الْأُمَم فِيمَا بَين نوح إِلَى أمتك قَالَ هم غر محجلون من أثر الْوضُوء لَيْسَ لَاحَدَّ كَذَلِك غَيرهم وأعرفهم أَنهم يُؤْتونَ كتبهمْ بأيمانهم وأعرفهم تسْعَى بَين أَيْديهم ذُرِّيتهمْ
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة وَهُوَ حَدِيث حسن فِي المتابعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান