আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৮৮
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৮৮. হযরত আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন যে, তারা (সাহাবায়ে) কিরাম বলল: ইয়া রাসূলাল্লাহ! আপনার উম্মতের যাদের আপনি দেখেন নি, তাদের চিনবেন কিভাবে? তিনি বললেন: তাদের কপালে ও হাতে উযূর চিহ্ন স্পষ্টরূপে শোভা পাবে। ফলে সহজেই তাদের চেনা যাবে।
(ইবন মাজাহ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আহমদ ও তাবারানী উত্তম সনদে হযরত আবু উমামা (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
288 - وَعَن زر عَن عبد الله رَضِي الله عَنهُ أَنهم قَالُوا يَا رَسُول الله كَيفَ تعرف من لم تَرَ من أمتك قَالَ غر محجلون بلق من آثَار الْوضُوء
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد نَحوه من حَدِيث أبي أُمَامَة