আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২২১
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২১. হযরত ওয়াসিলা ইব্ন আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: প্রত্যেক ইমারতই তার মালিকের জন্য অনিষ্টকর। তবে যা এরূপ এবং এ কথা বলে তিনি তাঁর হাতের তালু দ্বারা ইশারা করেন এবং (বলেন) আলিমের ইলম তার জন্য অনিষ্টকর, তবে যার উপর আমল করা হয়, সেই ইলম নয়।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর সনদে হানী ইব্ন মুতাওয়াককাল নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। ইব্ন হিব্বান তাঁর সমালোচনা করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর সনদে হানী ইব্ন মুতাওয়াককাল নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। ইব্ন হিব্বান তাঁর সমালোচনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
221 - وَعَن وَاثِلَة بن الْأَسْقَع قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل بُنيان وبال على صَاحبه إِلَّا
مَا كَانَ هَكَذَا وَأَشَارَ بكفه وكل علم وبال على صَاحبه إِلَّا من عمل بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَفِيه هانىء بن المتَوَكل تكلم فِيهِ ابْن حبَان
مَا كَانَ هَكَذَا وَأَشَارَ بكفه وكل علم وبال على صَاحبه إِلَّا من عمل بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَفِيه هانىء بن المتَوَكل تكلم فِيهِ ابْن حبَان
বর্ণনাকারী: