আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২০০
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন জ্ঞানের কথা সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।
(ইমাম আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেছেন: হাদীসটি হাসান। ইবন মাজাহ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী ও হাকিম অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন, শায়খায়নের শর্তে হাদীসটি সহীহ। তবে তাঁরা এর তাখরীজ করেননি। ইব্ন মাজাহ সূত্রে অপর হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোন জ্ঞানের কথা জানার পর তা গোপন করবে, কিয়ামতের দিন সে আগুনের লাগাম পরিহিত অবস্থায় উত্থিত হবে।
(ইমাম আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেছেন: হাদীসটি হাসান। ইবন মাজাহ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী ও হাকিম অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন, শায়খায়নের শর্তে হাদীসটি সহীহ। তবে তাঁরা এর তাখরীজ করেননি। ইব্ন মাজাহ সূত্রে অপর হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোন জ্ঞানের কথা জানার পর তা গোপন করবে, কিয়ামতের দিন সে আগুনের লাগাম পরিহিত অবস্থায় উত্থিত হবে।
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
200 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سُئِلَ عَن علم فكتمه ألْجم يَوْم الْقِيَامَة بلجام من نَار
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَلم يخرجَاهُ
وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه قَالَ مَا من رجل يحفظ علما فيكتمه إِلَّا أَتَى يَوْم الْقِيَامَة ملجوما بلجام من نَار
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَلم يخرجَاهُ
وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه قَالَ مَا من رجل يحفظ علما فيكتمه إِلَّا أَتَى يَوْم الْقِيَامَة ملجوما بلجام من نَار