আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯৯
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৯৯. হযরত আলী (রা) থেকে আল্লাহর বাণী قوا أَنفسكُم وأهليكم نَارا তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা কর।" ("সূরা তাহরীম, ৬৬ : ৬) সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেন: তোমরা তোমাদের পরিবার-পরিজনকে কল্যাণকর ইল্ম শিক্ষা দাও।
(ইমাম হাকিম মাওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন, হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(ইমাম হাকিম মাওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন, হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الْعلم
فصل
199 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ فِي قَوْله تَعَالَى {قوا أَنفسكُم وأهليكم نَارا} التَّحْرِيم 6 قَالَ علمُوا أهليكم الْخَيْر
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا