আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯১
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯১. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তুমি কোন হক কথা শুনবে তারপর তা তোমার কোন মুসলিম ভাইদের কাছে পৌছিয়ে দেবে এবং তাকে তা শিক্ষা দেবে। তা কতই না উত্তম দান!
(ইমাম তাবারানী তাঁর 'কাবীরে' মাওফ্ফরূপে হাদীসটি রিওয়ায়াত করেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীরে' মাওফ্ফরূপে হাদীসটি রিওয়ায়াত করেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
191 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نعم الْعَطِيَّة كلمة حق تسمعها ثمَّ تحملهَا إِلَى أَخ لَك مُسلم فتعلمها إِيَّاه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَيُشبه أَن يكون مَوْقُوفا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَيُشبه أَن يكون مَوْقُوفا