আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯০
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯০. হযরত সামুরা ইব্ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মানুষ ইলম প্রসারের তুল্য কোন সাদকাই করতে পারে না।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' প্রভৃতিতে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' প্রভৃতিতে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
190 - وَرُوِيَ عَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تصدق النَّاس بِصَدقَة مثل علم ينشر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَغَيره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَغَيره