আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৯০
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯০. হযরত সামুরা ইব্‌ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মানুষ ইলম প্রসারের তুল্য কোন সাদকাই করতে পারে না।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' প্রভৃতিতে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
190 - وَرُوِيَ عَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تصدق النَّاس بِصَدقَة مثل علم ينشر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান