আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৬৮
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৬৮. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং সৎকাজের আদেশ দেয় না ও অসৎকাজ থেকে নিষেধ করে না, সে আমাদের দলভুক্ত নয়।
(ইমাম আহমদ, তিরমিযী ও ইব্ন হিববা, তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম আহমদ, তিরমিযী ও ইব্ন হিববা, তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
168 - وَعنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ منا من لم يوقر الْكَبِير وَيرْحَم الصَّغِير وَيَأْمُر بِالْمَعْرُوفِ وينه عَن الْمُنكر
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه