আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৬৭
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৬৭. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: বরকত রয়েছে তোমাদের প্রবীণদের সাথে।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে এবং হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তে সহীহ।)
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে এবং হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তে সহীহ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
167 - وَعَن ابْن عَبَّاس أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْبركَة مَعَ أكابركم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم