আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৫৬
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৬. হযরত আবু রুদায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে দল পূর্ণ মমত্ববোধ সহকারে কুরআনুল করীম শিক্ষার জন্য একত্র হয়, তারা আল্লাহর মেহমান। মজলিস ত্যাগ না করা পর্যন্ত ফিরিশতাকুল তাদের বেষ্টন করে রাখেন অথবা অন্য কথা না বলা পর্যন্ত ফিরিশতাকুল তাদের ঘিরে থাকেন। যে আলিম ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয় এই আশংকায় যে, হয়ত সে মারা যাবে অথবা পুস্তকাদি সঙ্কলন- অনুলিখনের উদ্দেশ্যে বের হয় এ আশঙ্কায় যে, এর অভাবে হয়ত ইলম চর্চা বন্ধ হয়ে যাবে, সে আল্লাহর পথে বিচরণকারী মুজাহিদের ন্যায়। যার আমল তাকে পিছিয়ে দেবে, বংশ মর্যাদা তার কোন উপকারে আসবে না।
(ইমাম তাবারানী (র) তাঁর 'কাবীর' গ্রন্থে ইসমাঈল ইব্‌ন আইয়্যাশ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
156 - وَعَن أبي الردين قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من قوم يَجْتَمعُونَ على كتاب الله يتعاطونه بَينهم إِلَّا كَانُوا أضيافا لله وَإِلَّا حفتهم الْمَلَائِكَة حَتَّى يقومُوا أَو يخوضوا فِي حَدِيث غَيره وَمَا من عَالم يخرج فِي طلب علم مَخَافَة أَن يَمُوت أَو انتساخه مَخَافَة أَن يدرس إِلَّا كَانَ كالغازي الرَّائِح فِي سَبِيل الله وَمن يبطىء بِهِ عمله لم يسْرع بِهِ نسبه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫৬ | মুসলিম বাংলা