আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৫৫
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৫. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেনঃ হে আল্লাহ্। আমার স্থলাভিষিক্তদের প্রতি দয়া কর। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার স্থলাভিষিক্ত কারা? তিনি বললেন, যারা আমার পরে আমার হাদীস রিওয়ায়াত করবে এবং লোকদের তা শিক্ষা দেবে।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
155 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ ارْحَمْ خلفائي
قُلْنَا يَا رَسُول الله وَمن خلفاؤك قَالَ الَّذين يأْتونَ من بعدِي يروون أحاديثي ويعلمونها النَّاس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط