আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১০৪
অধ্যায়ঃ ইলেম
বিদ্যান্বেষণ, শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের প্রতি উৎসাহ দান এবং আলিম ও তালিবে ইলমের ফযীলত প্রসংগ
১০৪. হযরত হুযায়ফা ইব্ন ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: দীন শিক্ষা করার ফযীলত ইবাদতের চাইতে উত্তম আর তোমাদের দীনের সর্বোত্তম ব্যাপার হল তাকওয়া।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' এবং বাযযার হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' এবং বাযযার হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الْعلم وَطَلَبه وتعلمه وتعليمه وَمَا جَاءَ فِي فضل الْعلمَاء والمتعلمين
104 - وَعَن حُذَيْفَة بن الْيَمَان رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فضل الْعلم خير من فضل الْعِبَادَة وَخير دينكُمْ الْوَرع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد حسن