আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১০৩
অধ্যায়ঃ ইলেম
বিদ্যান্বেষণ, শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের প্রতি উৎসাহ দান এবং আলিম ও তালিবে ইলমের ফযীলত প্রসংগ
১০৩. হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, দ্বীনের ব্যুৎপত্তি অর্জনই হল সর্বোত্তম ইবাদত। আর সর্বোত্তম দ্বীন হচ্ছে তাকওয়া।
(ইমাম তাবারানী তাঁর তিনটি 'মু'জাম' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেন এবং তাঁর সনদে মুহাম্মদ ইবন আবু লায়লা নামে একজন সন্দেহযুক্ত রাবী রয়েছেন।)
(ইমাম তাবারানী তাঁর তিনটি 'মু'জাম' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেন এবং তাঁর সনদে মুহাম্মদ ইবন আবু লায়লা নামে একজন সন্দেহযুক্ত রাবী রয়েছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الْعلم وَطَلَبه وتعلمه وتعليمه وَمَا جَاءَ فِي فضل الْعلمَاء والمتعلمين
103 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْعِبَادَة الْفِقْه وَأفضل الدّين الْوَرع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَفِي إِسْنَاده مُحَمَّد بن أبي ليلى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَفِي إِسْنَاده مُحَمَّد بن أبي ليلى