আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৬২
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬২. হযরত আবু শুরাইহ খুযাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাদের মাঝে এলেন এবং বললেন, তোমরা কি এ কথার সাক্ষ্য দাও না যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল? সাহাবীগণ বললেন, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এই কুরআনের একটি দিক আল্লাহর হাতে এবং অপর দিকটি তোমাদের হাতে। কাজেই তোমরা তা কঠোরভাবে আঁকড়ে ধরবে। তোমরা কখনো পথহারা হবে না এবং তারপরে কখনো ধ্বংস হবে না।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
62 - وَعَن أبي شُرَيْح الْخُزَاعِيّ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلَيْسَ تَشْهَدُون أَن لَا إِلَه إِلَّا الله وَأَنِّي رَسُول الله قَالُوا بلَى
قَالَ إِن هَذَا الْقُرْآن طرفه بيد الله وطرفه بِأَيْدِيكُمْ فَتمسكُوا بِهِ فَإِنَّكُم لن تضلوا وَلنْ تهلكوا بعده أبدا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬২ | মুসলিম বাংলা