হযরত আবু শুরাইহ খুওয়াইলিদ ইবন আমর রাযি.

ابو شريح الحارثي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত খুওয়াইলিদ ইবন আমর রাযি. খুযাআ গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবূ শুরাইহ্। মূল নাম কী, সে সম্পর্কে অনেক মত। অধিকাংশের মতে খুওয়াইলিদ। কেউ বলেন, কা'ব। কারও মতে আব্দুর রহমান। কারও মতে হানি'। আবার কারও মতে আমর। তিনি মক্কাবিজয়ের আগে ইসলাম গ্রহণ করেন। তিনি একটি প্রতিনিধি দলের সঙ্গে মদীনা মুনাউওয়ারায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে দেখা করেন। তিনি লক্ষ করলেন সঙ্গীরা তাকে আবুল হাকাম (মীমাংসাকারী) বলে ডাকছে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, আমার গোত্রের লোকজনের মধ্যে কোনও কলহ দেখা দিলে তারা আমাকে বিচারক মানে। তারপর আমি যে মীমাংসা দান করি তাতে তারা খুশি হয়ে যায়। তাই তারা আমার উপাধি দিয়ে দিয়েছে 'আবুল হাকাম'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার ছেলেমেয়েদের মধ্যে বড় কে? বললেন, শুরাইহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে তুমি আবূ শুরাইহ্। তখন থেকে তিনি এ নামে পরিচিত হয়ে উঠেন। তিনি মক্কাবিজয়ে অংশগ্রহণ করেছেন। তাঁরই হাতে ছিল... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أبو شريح الحارثى، من بنى الحارث بن كعب، كان يكنى أبا الحكم فلما وقد على رسول اللَّه (صلى اللَّه عليه وسلم) مع طائفة من بلحارث بن كعب قومه سمعهم يكنونه أبا الحكم فدعاه رسول اللَّه (صلى اللَّه عليه وسلم) وقال: "إن اللَّه هو الحكم وإليه الحكم فلم تكنى بأبى الحكم"؟ قال إنّ قومى إذا اختلفوا في شئ حكمت بينهم فرضى الفريقان، فقال رسول اللَّه صلى اللَّه عليه (وسلم): "ما أحسن هذا فمالك من الولد"؟ قال: ثلاثة شريح ، وعبد اللَّه ، ومسلم . قال: "من اكبرهم"؟ قال: شريح. قال: "فأنت أبو شريح" . ودعا له ولولده. هو والد شريح بن هانئ صاحب على في حروبه -كوفى ....

হযরত আবু শুরাইহ খুওয়াইলিদ ইবন আমর রাযি. | মুসলিম বাংলা