আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৬০
অনুচ্ছেদ
৬০. বানু কাহিলের আবু আলী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবূ মূসা আশআরী (রা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বললেন, হে মানব মণ্ডলী। তোমরা এই শিরককে ভয় কর। কেননা তা পিপীলিকার পদধ্বনি অপেক্ষাও সুক্ষ্মতর। আবদুল্লাহ ইব্‌ন হাযান এবং কায়স ইব্ন মুযারিব তাঁর দিকে মুখ করে দাঁড়িয়ে যান। তাঁরা বললেন, আল্লাহর শপথ। তুমি যা বলেছ তার স্বপক্ষে দলীল আনবে নতুবা আমরা তোমাকে উমর (রা)-এর নিকট নিয়ে যাব, চাই তুমি যেতে চাও আর নাই চাও। তিনি বললেন, বরং আমি যা বলেছি তার স্বপক্ষে দলীল পেশ করব। একবার রাসূলুল্লাহ্ (সা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বললেন, হে মানব মণ্ডলী! তোমরা এই শিরককে ভয় কর। কেননা তা পিপীলিকার পদধ্বনি অপেক্ষাও সূক্ষ্মতর। তখন যার বলাটা আল্লাহর অভিপ্রেত ছিল, সে ব্যক্তি বললেন, তাহলে আমরা কিভাবে পিপীলিকার পদধ্বনি অপেক্ষাও সূক্ষতর শিরক থেকে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ্! তিনি বললেন: তোমরা বলবে-
اللَّهُمَّ إِنَّا نَعُوذ بك من أَن نشْرك بك شَيْئا نعلمهُ ونستغفرك لما لَا نعلمهُ
“হে আল্লাহ্! আমরা যে শিরক সম্পর্কে অবহিত, তোমার সাথে এমন শিরক করা থেকে পানাহ চাই এবং যে শিরকের বিষয় আমরা অবহিত নই, তা থেকে আমরা মাগফিরাত কামনা করছি।"
(ইমাম আহমদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আবু আলী পর্যন্ত তাঁর বর্ণনাকারীদের রিওয়ায়াত দলীল হিসেবে গ্রহণ করা বিশুদ্ধ। ইবন হিব্বান (র) আবূ আলী (র)-কে বিশ্বস্ত বলেছেন। তিনি বলেন, আমি কাউকে তাঁকে অভিযুক্ত করতে দেখিনি। আবু ই'য়ালা (র) হুযায়ফার অনুরূপ হাদীস বর্ণনা করেন, তবে তিনি বলেছেন, (দু'আটি) প্রত্যহ তিনবার পাঠ করবে।)
فصل
60 - عَن أبي عَليّ رجل من بني كَاهِل قَالَ خَطَبنَا أَبُو مُوسَى الْأَشْعَرِيّ فَقَالَ يَا أَيهَا النَّاس اتَّقوا هَذَا الشّرك فَإِنَّهُ أخْفى من دَبِيب النَّمْل فَقَامَ إِلَيْهِ عبد الله بن حزن وَقيس بن الْمضَارب
فَقَالَا وَالله لَنخْرجَنَّ مِمَّا قلت أَو لنأتين عمر مَأْذُونا لنا أَو غير مَأْذُون
فَقَالَ بل أخرج مِمَّا قلت خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم فَقَالَ يَا أَيهَا النَّاس اتَّقوا هَذَا الشّرك فَإِنَّهُ أخْفى من دَبِيب النَّمْل
فَقَالَ لَهُ من شَاءَ الله أَن يَقُول وَكَيف نتقيه وَهُوَ أخْفى من دَبِيب النَّمْل يَا رَسُول الله قَالَ قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذ بك من أَن نشْرك بك شَيْئا نعلمهُ ونستغفرك لما لَا نعلمهُ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَرُوَاته إِلَى أبي عَليّ مُحْتَج بهم فِي الصَّحِيح
وَأَبُو عَليّ وَثَّقَهُ ابْن حبَان وَلم أر أحدا جرحه وَرَوَاهُ أَبُو يعلى بِنَحْوِهِ من حَدِيث حُذَيْفَة إِلَّا أَنه قَالَ فِيهِ يَقُول كل يَوْم ثَلَاث مَرَّات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬০ | মুসলিম বাংলা