আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৪০
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪০. হযরত জারূদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি আখিরাতের আমল দ্বারা দুনিয়া লাভের প্রত্যাশা করে, তার চেহারা বিকৃত করে দেওয়া হবে এবং তার স্মরণ মিটিয়ে দেওয়া হবে এবং তার নাম জাহান্নামে তালিকাভুক্ত করা হবে।
(ইমাম তাবরানী তাঁর কাবীর গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম তাবরানী তাঁর কাবীর গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
40 - وَرُوِيَ عَن الْجَارُود قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من طلب الدُّنْيَا بِعَمَل الْآخِرَة طمس وَجهه ومحق ذكره وَأثبت اسْمه فِي النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير


বর্ণনাকারী: