আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ২৭
অনুচ্ছেদ
২৭. হযরত আবূদ-দারদা (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়্যাত করে বিছানায় এল, অতঃপর ঘুমের প্রবল চাপে ঘুমিয়ে পড়ল, তারপর ভোর হয়ে গেল, তার নিয়্যাত অনুযায়ী তার জন্যে সওয়াব লেখা হবে। তার রবের কাছে তার ঘুম হবে সাদকা।
(ইমাম নাসাঈ ও ইবন মাজাহ (র) উত্তম সনদে হাদীসখানা বর্ণনা করেছেন। হযরত আবু যর অথবা আবুদ-দারদা (রা) সূত্রে ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসখানা বর্ণনা করেছেন, তবে এতদুভয় রাবী কার সূত্রে বর্ণনা করেছেন সে ব্যাপারে তাঁর সন্দেহ রয়েছে।)
[হাফিয আবদুল আযীম (র) বলেন), এ গ্রন্থে এই বিষয়ের অনেক হাদীস বিভিন্ন অনুচ্ছেদে সামনে আসবে ইনশা আল্লাহ্ ]
فصل
27 - وَعَن أبي الدَّرْدَاء يبلغ بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى فرَاشه وَهُوَ يَنْوِي أَن يقوم يُصَلِّي من اللَّيْل فغلبته عَيناهُ حَتَّى أصبح كتب لَهُ مَا نوى وَكَانَ نَومه صَدَقَة عَلَيْهِ من ربه
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه بِإِسْنَاد جيد وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي ذَر أَو أبي الدَّرْدَاء على الشَّك
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَسَتَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع مُتَفَرِّقَة فِي أَبْوَاب مُتعَدِّدَة من هَذَا الْكتاب إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা