আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ২৪
অনুচ্ছেদ
২৪. মুসলিম শরীফের অন্য সূত্রে বর্ণিত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা বলেন: আমার বান্দা যখন মনে মনে পূণ্যকর্মের কথা ভাবে, আমি তার আমলনামায় একটা পূণ্য লিখে দেই যদিও সে তা কাজে পরিণত না করে। আর যদি সে তা কাজে পরিণত করে, তাহলে আমি দশটি পূণ্য লিখে দেই। আর যখন অসৎকাজের চিন্তা করে, আমি তাকে ক্ষমা করে দেই যদি সে কাজে পরিণত না করে। আর যদি কাজে পরিণত করে, তাহলে কেবল অনুরূপই লিখে দেই। আর যদি সে তা বর্জন করে, তাহলে তোমরা তাকে একটি পূণ্য লিখে দিবে। কেননা সে আমার কারণেই তা বর্জন করেছে।
فصل
24 - وَفِي أُخْرَى لَهُ قَالَ عَن مُحَمَّد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله عز وَجل إِذا تحدث عَبدِي بِأَن يعْمل حَسَنَة فَأَنا أَكتبهَا لَهُ حَسَنَة مَا لم يعملها فَإِذا عَملهَا فَأَنا أَكتبهَا لَهُ بِعشر أَمْثَالهَا وَإِذا تحدث بِأَن يعْمل سَيِّئَة فَأَنا أغفرها لَهُ مَا لم يعملها فَإِذا عَملهَا فَأَنا أَكتبهَا لَهُ بِمِثْلِهَا وَإِن تَركهَا فاكتبوها لَهُ حَسَنَة إِنَّمَا تَركهَا من جراي
قَوْله من جراي بِفَتْح الْجِيم وَتَشْديد الرَّاء أَي من أَجلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪ | মুসলিম বাংলা