আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ১৭
অনুচ্ছেদ
১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মানুষ তার নিয়্যাত অনুযায়ী পুনরুত্থিত হবে।
(ইমাম ইব্ন মাজাহ (র) হাসান সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। হযরত জাবির (রা) সূত্রেও তিনি বর্ণনা করেছেন। তবে তিনি "লোকদের সমবেত করা হবে" বলেছেন।)
فصل
17 - وَعَن أبي هُرَيْرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا يبْعَث النَّاس على نياتهم
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَرَوَاهُ أَيْضا من حَدِيث جَابر إِلَّا أَنه قَالَ يحْشر النَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭ | মুসলিম বাংলা