আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ১৪
ইখলাস (নিষ্ঠা) সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
১৪. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি ঈমানের জন্য তার অন্তর একনিষ্ঠ করে নিয়েছে, অন্তরকে কলুষমুক্ত করেছে, রসনাকে সত্যনিষ্ঠ রেখেছে, চিত্তকে প্রশান্ত রেখেছে, চরিত্রকে সুষমামণ্ডিত করেছে, কান দুটোকে মনোযোগী রেখেছে এবং চোখ দুটোকে দর্শনরত রেখেছে, সে সফলকাম। কেননা কান হ'ল পাত্র আর চোখ হ'ল সাক্ষী, অন্তর যা ধারণ করে, তা তার জন্যে। যে অন্তরকে সংরক্ষণ করেছে, সে সফলকাম।
(আহমদ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে আহমদের সনদটি হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
14 - وَرُوِيَ عَن أبي ذَر أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قد أَفْلح من أخْلص قلبه للْإيمَان وَجعل قلبه سليما وَلسَانه صَادِقا وَنَفسه مطمئنة وخليقته مُسْتَقِيمَة وَجعل أُذُنه مستمعة وعينه ناظرة فَأَما الْأذن فقمع وَالْعين مقرة بِمَا يوعي الْقلب وَقد أَفْلح من جعل قلبه واعيا
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ وَفِي إِسْنَاد أَحْمد احْتِمَال للتحسين
فصل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৪ | মুসলিম বাংলা