আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭২০
১০৮৪. কুরবানীর গোশত কী পরিমাণ খাবে এবং কী পরিমাণ সাদ্‌কা করবে?
১৬১২। খালিদ ইবনে মাখলাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যুলকদের পাঁচ দিন অবশিষ্ট থাকতে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে রওয়ানা হলাম। হজ্জ ছাড়া আমরা অন্য কিছু উদ্দেশ্য করিনি, অবশেষে আমরা যখন মক্কার নিকটে পৌছলাম, রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করলেনঃ যার সাথে কুরবানীর জানোয়ার নেই সে যেন বায়তুল্লাহর তাওয়াফ করে হালাল হয়ে যায়। আয়িশা (রাযিঃ) বলেন, এরপর কুরবানীর দিন আমাদের কাছে গরুর গোশত পাঠানো হল। আমি বললাম, এ কি? বলা হল, নবী (ﷺ) তাঁর স্ত্রীদের তরফ থেকে কুরবানী করেছেন।
ইয়াহয়া (রাহঃ) বলেন, আমি কাসিম (রাহঃ) এর নিকট হাদীসটি উল্লেখ করলে তিনি বললেন, আমরা (রাহঃ) হাদীসটি ঠিকভাবেই তোমার নিকট বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন