আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬১
১২০। উযুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা।
উসমান (রাযিঃ), আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ কথা বর্ণনা করেছেন।
১৬০। আবদান (রাহঃ) ...... আবু ইদরিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, নবী (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি উযু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা-কুলুখ ব্যবহার করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন