কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৮
আন্তর্জাতিক নং: ১৫০৮
৩৬৬. নামাযের সালাম শেষে কি দুআ পড়বে?
১৫০৮. মুসাদ্দাদ ও সুলাইমান (রাহঃ) ..... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ)কে বলতে শুনেছি। রাবী সুলাইমানের বর্ণনায় আছে যে, নবী করীম (ﷺ) নামায শেষে বলতেনঃ আল্লাহুম্মা রাব্বানা ওয়া কুল্লি শায়ইন। আনা শাহীদুন ইন্নাকা আনতার রব, ওয়াহদাকা লা শারীকা লাকা। আল্লাহুম্মা রাব্বানা ওয়া রবা কুল্লি শায়ইন, আনা শাহীদুন আন্না মুহামাদ্দান আব্দুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা রবানা ওয়া রবা কুল্লি শায়ইন, আনা শাহীদুন আন্নাল ইবাদা কুল্লাহুম ইখওয়াহ। আল্লাহুম্মা রবানা ওয়া রবা কুল্লি শায়ইন, ইজআলনী মুখলিসান লাকা ওয়া আহলী ফী কুল্লি সাআতিন ফিদ-দুনয়া ওয়াল আখিরাহ, ইয়া যাল-জালালে ওয়াল ইকরাম। ইসমা ওয়াসতাজিব, আল্লাহু আকবারুল আকবার। আল্লাহু নূরুস-সামাওয়াতি ওয়াল আরদি।
রাবী সুলাইমান ইবনে দাউদ বলেনঃ রবুস-সামাওয়াতে ওয়াল-আরদি, আল্লাহু আকবারুল আকবার, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল আল্লাহু আকবারুল আকবার।
রাবী সুলাইমান ইবনে দাউদ বলেনঃ রবুস-সামাওয়াতে ওয়াল-আরদি, আল্লাহু আকবারুল আকবার, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল আল্লাহু আকবারুল আকবার।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا سَلَّمَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، - وَهَذَا حَدِيثُ مُسَدَّدٍ - قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ دَاوُدَ الطُّفَاوِيَّ، قَالَ حَدَّثَنِي أَبُو مُسْلِمٍ الْبَجَلِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ سَمِعْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَقَالَ سُلَيْمَانُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي دُبُرِ صَلاَتِهِ " اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ أَنَا شَهِيدٌ أَنَّكَ أَنْتَ الرَّبُّ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ أَنَا شَهِيدٌ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ أَنَا شَهِيدٌ أَنَّ الْعِبَادَ كُلَّهُمْ إِخْوَةٌ اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ اجْعَلْنِي مُخْلِصًا لَكَ وَأَهْلِي فِي كُلِّ سَاعَةٍ فِي الدُّنْيَا وَالآخِرَةِ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ اسْمَعْ وَاسْتَجِبِ اللَّهُ أَكْبَرُ الأَكْبَرُ اللَّهُمَّ نُورَ السَّمَوَاتِ وَالأَرْضِ " . قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ " رَبَّ السَّمَوَاتِ وَالأَرْضِ " . " اللَّهُ أَكْبَرُ الأَكْبَرُ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ اللَّهُ أَكْبَرُ الأَكْبَرُ " .
