কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৭
আন্তর্জাতিক নং: ১৫০৭
৩৬৬. নামাযের সালাম শেষে কি দুআ পড়বে?
১৫০৭. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) ..... আবু যুবায়ের (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রাযিঃ) নামায শেষে তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ ...) পাঠ করতেন। অতঃপর উপরোক্ত দুআর অনুরূপ বর্ণিত হয়েছে এবং তার সাথে “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না’বুদু ইল্লা ইয়্যাহু লাহুন-নি’মাহ ......... অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا سَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يُهَلِّلُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ فَذَكَرَ نَحْوَ هَذَا الدُّعَاءِ زَادَ فِيهِ " وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ " . وَسَاقَ بَقِيَّةَ الْحَدِيثِ .


বর্ণনাকারী: