আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৮৮
১০৬৩. (আল্লাহর বাণীঃ) তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ্জের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে সহজলভ্য কুরবানী করবে ............... হারামের বাসিন্দা নয়। (২ঃ ১৯৬)
১৫৮২। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আবু জামরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ) কে তামাত্তু হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা আদায় করতে আদেশ দিলেন। এরপর আমি তাঁকে কুরবানী সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তামাত্তু’র কুরবানী হল একটি উট, গরু বা বকরী অথবা এক কুরবানীর পশুর মধ্যে শরীকানা এক অংশ। আবু জামরা (রাহঃ) বলেন, লোকেরা তামাত্তু হজ্জকে যেন অপছন্দ করত।
একবার আমি ঘুমালাম তখন দেখলাম, একটি লোক যেন (আমাকে লক্ষ্য করে) ঘোষণা দিচ্ছে, উত্তম হজ্জ এবং মকবুল তামাত্তু। এরপর আমি ইবনে আব্বাস (রাযিঃ) এর কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি আল্লাহু আকবার উচ্চারণ করে বললেন, এটাই তো আবুল কাসিম (ﷺ) এর সুন্নত।
আদম, ওয়াহাব ইবনে জারীর এবং গুণদর (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে মকবুল উমরা এবং উত্তম হজ্জ বলে উল্লেখ করেছেন।
একবার আমি ঘুমালাম তখন দেখলাম, একটি লোক যেন (আমাকে লক্ষ্য করে) ঘোষণা দিচ্ছে, উত্তম হজ্জ এবং মকবুল তামাত্তু। এরপর আমি ইবনে আব্বাস (রাযিঃ) এর কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি আল্লাহু আকবার উচ্চারণ করে বললেন, এটাই তো আবুল কাসিম (ﷺ) এর সুন্নত।
আদম, ওয়াহাব ইবনে জারীর এবং গুণদর (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে মকবুল উমরা এবং উত্তম হজ্জ বলে উল্লেখ করেছেন।
