আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৮৬
১০৬২. কুরবানীর দিন সকালে জামরায়ে আকাবাতে কংকর নিক্ষেপের সময় তাকবীর ও তালবিয়া বলা এবং চলার পথে কাউকে সওয়ারীতে পেছনে বসানো
১৫৮১। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, আরাফা থেকে মুযদালিফা আসার পথে নবী (ﷺ) এর সওয়ারীর পেছনে উসামা (রাযিঃ) বসা ছিলেন। এরপর মুযদালিফা থেকে মিনার পথে তিনি ফযলকে সওয়ারীর পিছনে বসালেন।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, তাঁরা উভয়ই বলেছেন, নবী (ﷺ) জামরায়ে আকাবাতে কংকর না মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, তাঁরা উভয়ই বলেছেন, নবী (ﷺ) জামরায়ে আকাবাতে কংকর না মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।
