কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯১
আন্তর্জাতিক নং: ১২৯১
৩০৬. বেলা এক প্রহরে চাশতের নামায।
১২৯১. হাফস ইবনে উমর (রাহঃ) ..... ইবনে আবু লায়লা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মে হানী (রাযিঃ) ব্যতীত আর কেউই এরূপ বর্ণনা করেননি যে, সে নবী করীম (ﷺ)কে দ্বিপ্রহরের পূর্বে নামায পড়তে দেখেছে। উম্মে হানী (রাযিঃ) বর্ণনা করেছেন যে, মক্কা বিজয়ের দিন নবী করী (ﷺ) তাঁর ঘরে প্রবেশ করে গোসল করেন, অতঃপর আট রাকআত নামায পড়েন। পরবর্তীকালে আর কেউই তাঁকে কখনও এরূপ নামায পড়তে দেখেনি।
باب صَلاَةِ الضُّحَى
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ مَا أَخْبَرَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ فَإِنَّهَا ذَكَرَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا وَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ فَلَمْ يَرَهُ أَحَدٌ صَلاَّهُنَّ بَعْدُ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ১২৯১ | মুসলিম বাংলা