কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫৪
আন্তর্জাতিক নং: ১১৫৪
২৫৮. উভয় ঈদের নামাযে কিরা’আত পাঠ।
১১৫৪. আল কানবী (রাহঃ) ..... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি আবু ওয়াকিদ আল-লায়ছি (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি সূরা “কাফ ওয়াল কুরআনিল মাজিদ” এবং সূরা “ইকতারাবাতিস সাআতু ওয়ান শাককাল ক্বমারু” পাঠ করতেন।
باب مَا يُقْرَأُ فِي الأَضْحَى وَالْفِطْرِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ قَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا ( ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ) وَ ( اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ) .
