কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮৩
আন্তর্জাতিক নং: ১০৮৩
নামাযের অধ্যায়
২২৯. সূর্য পশিমাকাশে হেলে যাওয়ার পূর্বে জুমআর দিন নামায আদায় করা সম্পর্কে।
১০৮৩. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) হতে বর্ণিত। নবী করীম (ﷺ) জুমআর দিন ছাড়া অন্যদিন ঠিক দুপুরে নামায আদায় করা মাকরূহ মনে করতেন। তিনি আরো বলেন, জুমআর দিন ব্যতীত অন্যদিনের এই সময়ে জাহান্নামের আগুন প্রজ্জলিত করা হয়।
كتاب الصلاة
باب الصَّلاَةِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الزَّوَالِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الصَّلاَةَ نِصْفَ النَّهَارِ إِلاَّ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ " إِنَّ جَهَنَّمَ تُسْجَرُ إِلاَّ يَوْمَ الْجُمُعَةِ " . قَالَ أَبُو دَاوُدَ هُوَ مُرْسَلٌ مُجَاهِدٌ أَكْبَرُ مِنْ أَبِي الْخَلِيلِ وَأَبُو الْخَلِيلِ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي قَتَادَةَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, এটা মুরসাল হাদীছ। মুজাহিদ (রাহঃ) আবুল খলীল (রাহঃ) এর চেয়ে প্রবীণ এবং তিনি (আবুল খালীল) আবু কাতাদা থেকে হাদীছ শুনেননি।