কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৪
আন্তর্জাতিক নং: ১০৮৪
২৩০. জুমআর নামাযের ওয়াক্ত।
১০৮৪. আল-হাসান ইবনে আলী (রাযিঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর জুমার নামায আদায় করতেন।
باب فِي وَقْتِ الْجُمُعَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيُّ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْجُمُعَةَ إِذَا مَالَتِ الشَّمْسُ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. শীতের দিনে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমআর নামায আদায় করতেন। আর গরমের দিনে আরো একটু পরে গিয়ে সূর্যের তাপ কমে গেলে আদায় করতেন। অর্থাৎ যোহরের ও জুমআর ওয়াক্ত একই ওয়াক্ত। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৪৭)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন