কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৫
আন্তর্জাতিক নং: ৮৮৫
নামাযের অধ্যায়
১৬০. রুকু ও সিজদায় অবস্থানের পরিমাণ।
৮৮৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... সাদী (রাহঃ) থেকে তাঁর পিতা অথবা চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূল (ﷺ)কে নামাযরত অবস্থায় দেখেছি। তিনি রুকু ও সিজদার মধ্যে “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” তিনবার পাঠ করার সমপরিমাণ সময় অবস্থান করতেন।
كتاب الصلاة
باب مِقْدَارِ الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنِ السَّعْدِيِّ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ عَمِّهِ، قَالَ رَمَقْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي صَلاَتِهِ فَكَانَ يَتَمَكَّنُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ قَدْرَ مَا يَقُولُ " سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " . ثَلاَثًا .
বর্ণনাকারী: