আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬১৩
১০২২. হাজরে আসওয়াদ এর কাছে তাকবীর বলা
১৫১৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) উটের পিঠে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন, যখনই তিনি হাজরে আসওয়াদের কাছে আসতেন তখনই কোন কিছুর দ্বারা তার দিকে ইশারা করতেন এবং তাকবীর বলতেন। ইবরাহীম ইবনে তাহমান (রাহঃ) খালিদ হাযযা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় খালিদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) এর অনুসরণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন